২০১৯ সালের ২১–২৭ অক্টোবর বিশ্বব্যাপী উন্মুক্ত প্রবেশাধিকার সপ্তাহ পালিত হবে। উন্মুক্ত প্রবেশাধিকার সপ্তাহ বা ওপেন অ্যাক্সেস সপ্তাহ হল উন্মুক্ত প্রবেশাধিকার, এবং সংশ্লিষ্ট বিষয়ের ওপর মনোযোগ কেন্দ্রীভূত করার লক্ষ্যে একটি বার্ষিক পাণ্ডিত্যপূর্ণ যোগাযোগের ঘটনা। বিশ্বব্যাপী বিভিন্ন স্থানে অক্টোবরের শেষ সপ্তাহব্যাপী অনলাইন এবং অফলাইন উভয় ক্ষেত্রেই বিভিন্ন কার্যক্রমে এ-সপ্তাহ পালিত হয়। এ উপলক্ষ্যে বিভিন্ন ভাষার উইকিপিডিয়ায় পাশাপাশি বাংলা উইকিপিডিয়ায় এই অনলাইন এডিটাথন আয়োজন করা হয়েছে। এবারের প্রকিপাদ্য "কার জন্য উন্মুক্ত? উন্মুক্ত জ্ঞানে সমতা" ("Open for Whom? Equity in Open Knowledge")।
As part of the Wikipedia Open Access Week edit-a-thon, there will be an online edit-a-thon in the Bangla Wikipedia. The edit-a-thon aims to increase contents on Open Access related topics as well as enhance the quality of the existing contents in the Bangla Wikipedia. Anyone can join the event!
RSVP for Bangla Wikipedia Open Access Week Edit-a-thon 2019 to add comments!
Join Open Access Week